EPIC Delivery তে দীর্ঘ অপেক্ষা নয়। Voter Card তৈরি হওয়ার পর ১৫ দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। ছাব্বিশের আগে বড় সিদ্ধান্ত কমিশনের।
অপেক্ষা দিন শেষ, তৈরি হওয়ার পর, মাত্র ১৫ দিনেই মিলবে ভোটার আইডি কার্ড মুখ্য নির্বাচনী আধিকারিকে দফতর নয়, ছাপা খানা থেকে এবার ভোটার আইডি কার্ড পৌঁছে যাবে GPO-তে। এরপর পশ্চিমবঙ্গে যে প্রান্তেই হোক না, ১৫ দিনের মধ্যে সচিত্র পরিচয়পত্র পেয়ে যাবেন আবেদনকারীরা।
পোশাকি না, is Electors Photo Identity Card বা EPIC শুধু লিস্টে নাম থাকলেই হয় না, ভোট দিতে গেলে সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক। কিন্তু আগে এই আইডি কার্ড পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হত ভোটারদের, নিয়ম ছিল তৈরি হওয়ার পর ভোটারদের সচিত্র পরিচয়পত্র প্রথমে তা রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠাতে হবে। এরপর সেখান থেকে পোস্ট অফিস মারফত্ ভোটারদের কাছে। ফলে সময় লাগত অনেক বেশি। আবার ভোটারে সচিত্র পরিচয় সঠিক জায়গায় পৌঁছত না বলেও অভিযোগ।
এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটারদের বাড়িতে সচিত্র পরিচয়পত্র পৌঁছে দেওয়ার পদ্ধতি বদলের নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর আজ বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে দফতরে বৈঠক হয়। বৈঠকে ডাক ও তার বিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
0 Comments