অবশেষে ১৮ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ আসছেন শুভেন্দু অধিকারী।



মুর্শিদাবাদে শুভেন্দু।
দলত্যাগের প্রায় তিন মাস পর অবশেষে মুর্শিদাবাদ আসছেন শুভেন্দু অধিকারী। ১৮ ফেব্রুয়ারি বড়ঞায় সভা করবেন তিনি।



২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটলেও, জেলায় ঘাসফুলের বাগান সাজিয়েছিলেন শুভেন্দুই। শুভেন্দু অধিকারী দলের জেলা পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর, শুভেন্দুর হাত ধরেই তৃণমূল কংগ্রেসে নাম লেখায় জেলার অধিকাংশ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পৌরসভা, মুর্শিদাবাদ জেলাপরিষদও দখল করে তৃণমূল কংগ্রেস।



সেই শুভেন্দু অধিকারীই জেলায় আসছেন, নতুন দলের হয়ে। দল বদলের পর এটাই হতে চলেছে শুভেন্দুর প্রথম মুর্শিদাবাদ সফর।



তৃণমূল কংগ্রেসের সাথে শুভেন্দু’র দূরত্ব বাড়তেই দলে ফাটলের ছবি পরিষ্কার হয়েছিলে মুর্শিদাবাদ জেলায়। দলকে না জানিয়ে শুভেন্দু এসেছিলেন জেলাতেও। ‘দাদার অনুগামী’দের ফ্লেক্স, ব্যানার দেখা গিয়েছিল মুর্শিদাবাদ জেলাজুড়েই। পরে যদিও শাসক দলের হুইপে সরিয়ে নেওয়া হয় সেই সব ব্যানারের এক অংশ। 


তবে একাধিকবার বিবাদে জড়িয়ে পড়ে রাজ্যের শাসক দলের জেলা নেতৃত্ব এবং জেলা পরিষদের সভাপতি। এখনও বিবাদ মেটেনি দুই পক্ষের। এর মধ্যেই শুভেন্দুর জেলা সফরের আলাদা তাৎপর্য আছে বলে মনে করছে রাজনৈতিক মহল।



১৮ তারিখ বড়ঞায় সভা করবেন শুভেন্দ। রাজনৈতিক সুত্রের খবর, সেই সভায় যোগ দিতে পারেন জেলা পরিষদিএর সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস সহ একাধিক হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। জল্পনা রয়েছে বড়ঞার কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক’কে নিয়েও।

Post a Comment

0 Comments