মেটেনি কিছুই!! মানভঞ্জনে মানলেন না শুভেন্দু ? কৌশলী শুভেন্দুর দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

শীতের সকাল থেকেই চড়ল পারদ। শুভেন্দু অধিকারীকে নিয়ে বিবাদের ইতি বলে ঘোষণা দিয়েছিলেন দলের শীর্ষ নেতারা। 



শুভেন্দুর ভোলবভদলের আশঙ্কায় রক্তচাপ বেড়েছিল ‘অনুগামী’দেরও। কিন্তু বেলা গড়াতেই আবার বদলে গেল হাওয়ার গতি।


মেটেনি কিছুই। মানভঞ্জনে মানেন নি শুভেন্দু। সৌগত রায়কে এসএমএসে লিখলেন এমনটাই।



মঙ্গলবার রাতে মুখোমুখি বসেন শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মধ্যস্থতায় ছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো পুরোনো নেতারা। 


ছিলেন প্রশান্ত কিশোরও। গোপন আলোচনার পর তৃণমূল সূত্রে থেকেই মিডিয়ায় জানানো হয়, মিটেছে শুভেন্দু অভিষেক সংঘাত । সকালে খোদ সৌগত রায় দাবি করেন, সমস্যা মিটে গিয়েছে। 


তৃণমূলেই থাকছেন শুভেন্দু। দু’-এক দিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্ত জানাবেন তিনি।
কিন্তু বেলা গড়াতেই ফের ভোল পাল্টালেন শুভেন্দু। ফিরে গেলেন নিজের অবস্থানে। 


সৌগত রায়কে এসএমএস করে লেখেন, ‘আমার পক্ষে একসঙ্গে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন’। 


শুভেন্দু লেখেন, “আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি….. সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে”।


সুত্রের খবর শুভেন্দুর বিষয়ে মিডিয়ার সামনে তৃণমূল নেতার মুখ খোলায় বেশ বিরক্ত তিনি। 


কৌশলী শুভেন্দু এখন আবার কী বলেন, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ইশারায় ইঙ্গিতে খোলা রাখছেন দল ছাড়ার সম্ভাবনা।



বিজেপি নেতা মুকুল রায়ের সাবধানী মন্তব্য, “ দলে এলে স্বাগত জানাই”।
শুভেন্দু অধিকারীর গতিবিধির দিকে নজর রাখছেন জেলায় জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামীরাও।

Post a Comment

0 Comments