কীসের ইঙ্গিত ? কৃষক ধর্মঘটে বহরমপুরে একক শক্তি প্রদর্শন কংগ্রেস - বামেদের!

এদিন সকাল ১০ টা নাগাদ বহরমপুর গির্জার মোড়ে কংগ্রেসের পতাকা নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কংগ্রেস নেতা কর্মীরা । ছিলেন না বামফ্রন্টের নেতা কর্মীরা । ১৫ মিনিট চলে অবরোধ। 



এরপর বহরমপুর শহরে কংগ্রেস একক ভাবে মিছিল করে জেলা শাসকের অফিসের সামনে অবস্থানও করে বেশ কিছুক্ষণ করছে।
কংগ্রেসের পরেই রাস্তায় নামে বামেরা। 



দলীয় পতাকা নিয়ে পৃথক ভাবেই মিছিল করে বহরমপুর শহরে মিছিল করে বাম নেতা কর্মীরা ।
বহরমপুর শহর কংগ্রেস সভাপতি কার্তিক সাহা বলেন, ” আজকে আমাদের কোন যৌথ মিছিলের ঘোষণা হয় নি। সেজন্যই বামেরা নেই” । 




অন্যদিকে সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার দে’র সাফাই, বামেরা বলছেন, ” ধর্মঘটের ব্যাপারে ১৬ দলের যৌথ কর্মসূচি ছিল। কিন্তু কংগ্রেসের সঙ্গে যৌথ কর্মসূচি ছিল না, তাই যৌথ মিছিলের প্রশ্ন আসছেনা “।




যদিও এদিন কলকাতায় এন্টালি থেকে ট্রেড ইউনিয়নগুলির যৌথ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্ব।


Post a Comment

0 Comments