ব্যাঙ্ক পাসবুক দিয়ে কীভাবে আধার কার্ডের ঠিকানা বদল করবেন - Using Bank Passbook for Address Update in Aadhaar Card


আধার কার্ড আপডেট এখন থেকে ব্যাঙ্কের পাশ বই দিয়েই করা যাবে, বেশি পরিশ্রম করতে হবে না। 

আধার কার্ড নিয়ে এমন টাই জানিয়েছে ইউআইডিএআই। 

ব্যাঙ্কের পাশ বুকের মাধ্যমেই এবার আধার কার্ডের ঠিকানা বদল করতে পারবেন। 

আধার কার্ডে বদল আনার জন্য সঠিত তথ্য সম্বলিত ৪৪ ধরনের ডকুমেন্টকে বৈধ বলে মেনে নেয় ইউআইডিএআই এই ৪৪ টি ডকুমেন্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল ব্যাঙ্কের পাশবুক। 

ব্যাঙ্ক পাসবুকে আপনার ছবি এবং ব্যাঙ্কের স্ট্যাম্প,এবং ব্যাঙ্ক আধিকারিকের স্বাক্ষর থাকলেই আধার কার্ড আপডেট করা সম্ভব হবে। 

এই তিনটে জিনিস ছাড়া ব্যাঙ্কের পাসবুক বৈধ বলে গণ্য করা হবে না ৷ 

ব্যাঙ্কের পাসবুক ছাড়া ৪৪ টি অন্য ডকুমেন্টের মাধ্যমেও আধারের ঠিকানা আপডেট করতে পারবেন। 

ইউআইডিএআই পক্ষ থেকে টুইটে এমনটাই জানানো হয়েছে।

Post a Comment

0 Comments