আগামী এক মাস এই ব্যাঙ্ক থেকে ২৫ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না গ্রাহকেরা, নির্দেশ আরবিআইয়ের

ফের ব্যাঙ্ক নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত ৷ অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা লক্ষ্মী বিলাস ব্যাঙ্ককে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত Moratorium রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই ৷ 

এর ফলে ব্যাঙ্কের গ্রাহকদের উপরও লাগু হয়েছে কিছু নিয়ম ৷ আগামী এক মাস এই ব্যাঙ্ক থেকে গ্রাহকেরা ২৫ হাজার টাকার বেশি তুলতে পারবে না ৷ 


এখানেই শেষ নয় রিজার্ভ ব্যাঙ্কের নেওয়া আর বড় সিদ্ধান্তের প্রভাব পড়তে চলেছে লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের গ্রাহকদের উপর ৷


ক্ষতিতে চলা ও অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা লক্ষ্মী বিলাস ব্যাঙ্ককে বাঁচাতে DBS Bank India Ltd-এর সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই ৷ 

লক্ষ্মী বিলাস ব্যাঙ্ককে বাঁচিয়ে তুলতে এতে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ডিবিএস ব্যাঙ্ক ৷ এতে ক্রেডিট গ্রোথ সাপোর্ট পাবে লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক ৷



BR Act-এর ধারা ৪৫ অনুসারে অনুসারে অর্থমন্ত্রক আরবিআইয়ের আবেদনে লক্ষ্মী বিলাস ব্যাঙ্ককে মোরাটোরিয়ামে রাখা হয়েছে ৷ 

এর ফলে গ্রাহকেরা এই ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি এখন অন্তত তুলতে পারবেন না ৷ 

এর বেশি কোনও কারণে টাকা তোলার দরকার হলে রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি নিতে হবে ৷




৯৩ বছরের পুরনো চেন্নাইয়ের এই প্রাইভেট ব্যাঙ্কের রেটিং ক্রেডিট রেটিংস এজেন্সি (CARE Ratings) গত মাসেই কমিয়ে দেয় ৷ 

টিয়ার ২ স্ল্যাব থেকে নেমে সোজা চলে আসে বিবি মাইনাস ৷ তবে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে মার্জ করলে ব্যাঙ্ক চালানোর জন্য এখনই যে পুঁজির প্রয়োজন আছে তা মিটে যাবে ৷

Post a Comment

0 Comments