HRBC এর চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন শুভেন্দু - এরপর কি ছাড়বেন অন্য পদও?

জল্পনা চলছে এবং দিন দিন যেন সেই ধোঁয়াশা আরও গাঢ় হচ্ছে৷ এবার HRBC-এর চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন শুভেন্দু৷ এটাই কি শেষের শুরু? 

উঠতে শুরু করল এমন প্রশ্ন৷ দলের সঙ্গে মতান্তর চলছে৷ যদিও বারবার শুভেন্দু অধিকারী বলে আসছেন যে তিনি দলে রয়েছেন, দল এখনও তাঁকে তাড়ায়নি৷ দলীয় পতাকা ছাড়া বেশ কয়েকটি মিছিল করেছেন তিনি৷ 


অরাজনৈতিক মঞ্চে রেখেছেন বক্তব্য৷ এরপরই হুগলি রিভার ব্রিজ কমিশনার্স-এর চেয়ারম্যান পদে ইস্তফা শুভেন্দুর ইস্তফা তাঁর দল ছাড়ার জল্পনা কয়েকগুণ বাড়িয়ে দিল৷ সেই পদে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷


সোমবার শুভেন্দু অধিকারী ও সৌগত রায়ের বৈঠকে জট কাটেনি বলে খবর৷ তবে সৌগত রায় দাবি করলেন, শুভেন্দু তৃণমূলেই আছেন৷ তৃণমূলের তরফে সৌগত রায়ই শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা চালাচ্ছেন৷




এসবের মধ্যেই গতকাল, বুধবার, এই পদ থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর ঘনিষ্ঠদের কথায়, 


পদ ছেড়ে কথা বলুন বলে বারবার যেখানে শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যেই আক্রমণ করা হচ্ছে, তখন এই পদ ছেড়ে তিনি পালটা দিলেন। 

প্রশ্ন আর জল্পনা শুরু হয়েছে, এরপর আবার কোন পদ ছাড়বেন তিনি? আপাতত দলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব বাড়ছে৷ 


আলোচনার মাধ্যমে কি সেই দূরত্ব কাটবে নাকি শেষ পর্যন্ত তৃণমূলকে বিদায় জানাবেন দাপুটে নেতা, সেটা সময় বলবে৷

Post a Comment

0 Comments