কান্দীতে ২৫ এ নভেম্বর দিলীপ, ভাঙন রুখতে তৎপর তৃণমূল শিবিরিও




২৫ এ নভেম্বর কান্দী আসছেন দিলীপ ঘোষ। ২১ এ ভোটের আগে ২৫ এর সফরে হবে কি ? 

সম্ভাবনার সমীকরণ নিয়ে জোর জল্পনা জেলাজুড়ে।
মুর্শিদাবাদে রাজনৈতিক সফরেই আসছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


শহরজুড়ে পদযাত্রার পাশাপাশি করবেন ‘যোগদান সভা’ও। কান্দীই কেন ? উঠছে প্রশ্ন ।
খড়গ্রামে শুভেন্দুর সভায় হাজির হয়েছিলেন কান্দীর ‘সরকার’ বিরোধী তৃণমূল নেতারা । 



এরপর থেকেই চলছে দলবদলের জল্পনা। সেই সূত্র ধরেই কান্দীর সভা নিয়ে আশার আলো দেখছে বিজেপি শিবিরও ।
তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল থেকে পৌরসভা বনাম জেলা পরিষদ দ্বন্দ্ব ; একাধিক বিতর্কে এমনিতেই কান্দী নিয়ে সমস্যা জর্জরিত তৃণমূল কংগ্রেসের জেলা ও রাজ্য নেতৃত্ব । 



এর মাঝেই দিলীপ ঘোষের কান্দীর সভা রক্তচাপ বাড়াচ্ছে রাজ্যের শাসক দলের নেতাদের।
তবে ২৫ এ যাতে ঘর না ভাঙে, তা নিয়েও চরম সতর্ক শাসক দল। দল বদলের সম্ভাবনা কাদের বেশি ? 


হিসেব কষছেন দলের নেতারা। দফায় দফায় চলছে কাউন্সিলিংও।
কান্দীর নারায়ণ ধার পার্কের ‘যন্তরমন্তর’ ঘরে চলছে শলাপরামর্শ।



সভা ঘিরে উত্তেজনা রয়েছে কান্দীর বিজেপি কর্মীদের মধ্যেও । জল এখন কোনদিকে গড়ায়, নজর রাখছে রাজনৈতিক মহল।

Post a Comment

0 Comments