পশ্চিমবঙ্গ পুলিশ,কলকাতা পুলিশ ও ট্রাফিক পুলিশের ২৬,৪০০ পদে নিয়োগের কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরুষ ও মহিলা উভয়েই এই সমস্ত পদে আবেদন করতে পারবেন।
যে সমস্ত প্রার্থীর আবেদনের আগ্রহী তারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন ।
মোট শূন্যপদ:- ২৬,৪০০
শিক্ষাগত যোগ্যতা:- সাব-ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে ও কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস হলেই চলবে।
বয়স:- সাব-ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে ও কনস্টেবল পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
দৈহিক মাফযোগ:- পুরুষ প্রার্থীদের : উচ্চতা – ন্যূনতম ১৬৭ সেমি (এসটি প্রার্থীদের ১৬৫ সেমি); বুক না ফুলিয়ে -৮১ সেমি (এসটি জন্য ৭৬ সেমি); বুক ফুলিয়ে – ৮৫ সেমি (এসটি জন্য ৮১ সেমি) মহিলা প্রার্থীদের :উচ্চতা – ন্যূনতম ১৫৭ সেমি (এসটি পরীক্ষার্থীদের জন্য ১৫৫ সেমি )
প্রার্থী বাছাই:- প্রার্থীদের বাছাই হবে পরীক্ষা, শারীরিক সহনশীলতা ও পরিমাপ পরীক্ষা (PE&MT) এর পরে মেডিকেল পরীক্ষা। পরীক্ষা সারা জুড়ে অনুষ্ঠিত হবে।
আবেদন পদ্ধতি:- আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন
গুরুত্বপূর্ণ তারিখ:-
অনলাইন আবেদন শুরু হওয়ার তারিখ - শীঘ্রই জানানো হবে।
গুরুত্বপূর্ণ লিংক:-
অনলাইন আবেদন এর লিংক: শীঘ্রই জানানো হবে
0 Comments