মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি বা ডকুমেন্টস কিভাবে ফিরিয়ে আনবেন!

প্রায়ই আম’রা ভুলবশত মোবাইল থেকে বিভিন্ন ছবি ডিলেট করে ফেলি। 
অনেক সময় ভুল করে মেমোরি কার্ড ফরম্যাট করে ফেলি। 
এতে করে স্মা’র্টফোন থেকে হারিয়ে যাও অসংখ্য গু’রুত্ব পূর্ণ ডকুমেন্টস সহ প্রয়োজনীয় অনেক অনেক ছবি। 
স্মা’র্টফোনে স্টোর থাকা বহু কিছুর ভিড়ে আম’রা বুঝতে পারি না যে আ’সলে কোন ফোল্ডারটা কাজে’র আর কোনটা অকাজে’র। 
অনেক সময়ে দেখা যায় কাজে’র জিনিসগুলোই ডিলেট হয়ে গিয়েছে।



যেহেতু স্মা’র্টফোনের জগতে এখন রাজত্ব করছে অ্যান্ড্রয়েড ফোন। 
তাই এখানে আম’রা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের রিকভারী প্রসেস নিয়ে কথা বলবো। 
বি’স্তারিত প’ড়ে জে’নে নিন, 
কিভাবে ফিরিয়ে আনবেন আপনার ফোন থেকে ডিলেট হওয়া ফাইল, ফটো বা ভিডিও ! 
প্রথমেই আপনাকে জানতে হবে, ডিলেট হব‍ার পূর্বে ‍আপনার ফাইলগুলো কোন স্টোরেজে ছিলো ! ফাইলগুলো যদি মেমোরি কার্ড থেকে ডিলেট হয়, তাহলে রিকভার ক’রতে তেমন একটা অসুবিধা নেই।



মেমোরি কার্ড থেকে ডিলেট হওয়া ফাইল রিকভ‍ার কর‍ার নিয়ম:- গুগল প্লে-স্টোর থেকে পছন্দমত ‍’ফাইল রিকভারী সফটওয়্যার’ ডাউনলোড করে নিন। 
এরমধ্যে ‘রেকুভা’ (Recuva) সফটওয়্যারের বেশ সুনাম রয়েছে। প্রয়োজনীয় ফাইলগুলো আগে অন্য কোথাও কপি বা ব্যাক‌আপ করে রাখু’ন। 
যাত রিকভারের সময় ভুলবশত সব ফাইল ডিলেট হয়ে না যায়। 
ব্যাকআপ সম্পন্ন হলে সফটওয়্যারটি ওপেন করে মেন্যু থেকে SD Card সিলেক্ট করুন। 
ডিলেটকৃত ফাইলগুলোর একটি তালিকা আসবে। 
এখান থেকে প্রয়োজনীয় ফাইল বা ছবিগুলো রিকভার করা শুরু করুন।




ফোন মেমোরি থেকে ডিলেট হওয়া ফাইল রিকভ‍ার কর‍ার নিয়ম:– অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরি থেকে ছবি অথবা ভিডিও ডিলেট হলে তা রিকভার করা বেশ ঝামেলার বিষয়। 
এক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও আশা জোগাতে পারে ‘ডিস্ক ডিগার অ্যাপ’।




প্রথমেই গুগল প্লে-স্টোর থেকে Disk Digger App ইনস্টল করে নিন। 
অ্যাপসটি ব্যবহার করার আগে সত’র্কীকরণটা মাথায় রাখু’ন, এটা শুধুমাত্র রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই কাজ করবে। 
অ্যান্ড্রয়েড ফোন রুট কর‍ার নিয়ম গুগল ঘেটে জে’নে নিতে পারেন। 
যাদের ফোন ইতিমধ্যেই রুট করা আছে। 
তারা ডিলেটকৃত ফোল্ডারগুলো সিলেক্ট করুন। 
ফাইল টাইপ সিলেক্ট করুন। যেমন – JPG, PNG, 3gp বা Mp4





সিলেক্ট করা শেষে সেভ বাটনে ক্লি’ক করা ফাইলগুলো তৎক্ষণাত রিকভার করে ফেলতে পারবেন। 
অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কোনো ফাইল ডিলেট হয়, তখন সিস্টেমে শুধু তথ্যগুলো মুছে যায়। 
যতক্ষণ না পর্যন্ত ওই ফাইল স্পেসে অন্যকিছু ওভাররাইট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা পুনরুদ্ধার করার সম্ভাবনা থাকে। 
তাই ডিলেট হওয়া ফাইল উ’দ্ধার না হওয়া পর্যন্ত ফোনে বড় আ’কারের ফাইল সেভ করা ও কোনোপ্রকার সিস্টেম আপডেট নেয়া থেকে বিরত থাকুন।

Post a Comment

0 Comments