চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুতে উত্তেজনা




মালদহ - এক সদ্যোজাত শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল ইংলিশ বাজারের মিলকি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে পরিবারের সদস্যরা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।



বাড়ির লোকের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়েছে। এই মর্মে তাঁরা মিল্কি পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।




হাসপাতাল মারফৎ জানা গিয়েছে, শোভা নগরের মাদিয়া এলাকার বাসিন্দা গৃহবধূ মনীষা রায় প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার মিল্কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি হন। শুক্রবার ভোরবেলায় সদ্যোজাত শিশুর জন্ম দেন তিনি। কিন্তু পরিবারের অভিযোগ, তাদের মৃত সন্তান দেখানো হয়।




এরপরে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। বেশ কিছুক্ষণ চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। যদিও পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments